সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার পূর্ব দেইর আল-জোর প্রদেশের কনোকো গ্যাসক্ষেত্রে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর তাসের।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, গত মঙ্গলবার রাতে দেইর আল-জোর প্রদেশের কনোকো গ্যাসক্ষেত্রে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির শব্দ সোনা গেছে। প্রতিবেদনটিতে বলা হয়, ইরানপন্থী সশস্ত্র যোদ্ধারা এই হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, গত মঙ্গলবার রাতে সিরিয়ার পূর্ব দেইর আল-জোর প্রদেশের কনোকো গ্যাসক্ষেত্রে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যানুসারে, কনোকো গ্যাস প্ল্যান্টের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে, এবং আঘাতের সময় ঘাঁটি জুড়ে অ্যালার্ম বেজে উঠে। অবজারভেটরি আরো জানায়, এই হামলার পরপরই কুর্দি নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত মিলিশিয়া গ্রুপ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) পশ্চিম দেইর আল-জোরে ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর পাল্টা হামলা শুরু করেছে।