ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অস্থায়ী বিদেশি কর্মী নিয়োগ কর্মসূচি সংস্কার করছে কানাডা

অস্থায়ী বিদেশি কর্মী নিয়োগ কর্মসূচি সংস্কার করছে কানাডা

অস্থায়ী বিদেশি কর্মী নিয়োগ কর্মসূচিতে সংস্কার আনছে কানাডা। দেশটির অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্ক মিলার মঙ্গলবার রাজধানী অটোয়ায় এক সংবাদসম্মেলনে নিশ্চিত করেছেন এ তথ্য। শ্রমিক সংকট দূর করতে বাইরের বিভিন্ন দেশ থেকে অস্থায়ীভিত্তিতে কর্মী নিয়োগ দেওয়া হয় কানাডা। সম্প্রতি জাতিসংঘ এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এই কর্মসূচির বিভিন্ন ত্রুটি তুলে ধরে কঠোর সমালোচনা করা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, অস্থায়ী এসব বিদেশি কর্মীদের বেতন বেশ কম এবং কর্মক্ষেত্রে তাদের বিশ্রামের সময় দেওয়া হয় প্রয়োজনের তুলনায় অনেক কম। কানাডার অস্থায়ী কর্মী নিয়োগ কর্মসূচিকে ‘আধুনিক দাসত্বের জন্মস্থল’ বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সংবাদ সম্মেলনে জাতিসংঘের প্রতিবেদনটিকে ‘অতিরঞ্জিত’ এবং ‘জ্বালাতন সৃষ্টিকারী’ উল্লেখ করে মার্ক মিলার বলেন, ‘কিছু নিপীড়নের ঘটনা যে ঘটেনি, তা বলব না; কিন্তু প্রতিবেদনে যেভাবে বলা হয়েছে, ততটা হয়নি। যাই হোক, আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করব। তাদের সঙ্গে আলোচনার সাপেক্ষেই অস্থায়ী কর্মী নিয়োগ কর্মসূচিতে পরিবর্তন আনা হবে। শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে কানাডা। গত শুক্রবার এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানা?ন। গত শনিবার এ তথ্য জানায় ঢাকার কানা?ডিয়ান হাইকমিশন। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে চলমান সংকটের সমাধানে শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে যেতে কানাডা সমর্থন করে। আমরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তী সরকারের স্বাগত জানাই। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত করার পাশাপাশি শান্তি পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ। মেলানি জোলি বলেন, এই পরিবর্তনের সময়ে এমন একটি প্রক্রিয়ায় কানাডা যুক্ত হতে চায়, যা হবে সবার অংশগ্রহণমূলক। ব্যাপক অর্থে সমাজের সব খাতের রাজনৈতিক অংশগ্রহণ। তাতে থাকবে ধর্মীয় সংখ্যালঘু, যুব সমাজ, নারী ও অন্য সংখ্যালঘুরা। মানবাধিকারের প্রতি সম্মান, আইনের শাসন মেনে গণতান্ত্রিক রীতি ও অংশগ্রহণমূলক সরকার গঠনের নীতিতে সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানায় কানাডা। কানাডা সবাইকে শান্ত থাকারও আহ্বান জানায়। মতপ্রকাশের স্বাধীনতা চর্চার জন্য ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার পুরোপুরি সুযোগ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় কানাডা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত