ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ
পিছু হটলে আল্লাহর গজব নামবে ইরানের নেতা খামেনি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল বিষয়ে যেকোনো ধরনের পশ্চাদপসরণ বা সমঝোতার বিরুদ্ধে সতর্কতা জারি করেছেন। তিনি বলেছে, ‘ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের বিষয়ে পিছপা হলের আল্লাহর গজব পড়বে।’ গত মাসে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে এমন কঠিন বক্তব্য দিলেন খামেনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ইসরায়েলের প্রতি শুধুমাত্র ‘শত্রুভাবাপন্ন’ থাকার নিন্দা করেছেন খামেনি। কেননা, এর উদ্দেশ্য ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা পুনর্বিবেচনায় চাপ সৃষ্টি করে। ৮৬ বছর বয়সি এই নেতা বলেছেন, সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিকসহ যেকোনো ধরনের পশ্চাদপসরণ ইরানের ওপর আল্লাহর গজব ডেকে আনবে। হানিয়েহের মৃত্যুর জন্য তেহরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করেছে। এরপর থেকে ইরান প্রতিক্রিয়ার সময় এবং মাত্রার বিষয়ে চিন্তাভাবনা করেছে। খামেনি বলেছেন, ‘যেসব সরকার আজকের দুনিয়ার প্রভাবশালী শক্তির কাছে নতিস্বীকার করে, তারা যদি তাদের জনগণের শক্তিকে আমলে নেয় ও প্রতিপক্ষের সক্ষমতাকে সুচারুভাবে মূল্যায়ন করে, তাহলে তারা এই জুলুম থেকে মুক্তি পেতে পারে।’