ডেমোক্রেটদের সম্মেলন ঘিরে বিক্ষোভ ফিলিস্তিনপন্থিদের

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে শিকাগোয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন। গত সোমবার শুরু হওয়া এই সম্মেলনে নেতাকর্মীদের পাশাপাশি বেশ কয়েক হাজার আমন্ত্রিত অতিথি অংশ নিয়েছেন। তবে এদিন সম্মেলনস্থলের বাইরে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। ‘মার্চ অন দ্য ডিএনসি’ শীর্ষক এই কর্মসূচি থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে বাইডেন প্রশাসনের অব্যাহত সমর্থনের প্রতিবাদ জানানো হয়।

অবিলম্বে অঞ্চলটিতে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের দাবি তোলেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে সম্মেলনস্থল-সংলগ্ন নিরাপত্তা বেষ্টনীর কিছু অংশ ভেঙে ফেলেন কয়েকজন বিক্ষোভকারী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এ সময় সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চার দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন শীর্ষস্থানীয় ডেমোক্রেট নেতাদের সঙ্গে সপরিবার যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট থাকা অবস্থায় দলের জাতীয় সম্মেলনে এদিন শেষবারের মতো ভাষণ দিয়েছেন তিনি। বাইডেন যখন মঞ্চে উঠছিলেন, তখন দর্শক সারির সবাই একসঙ্গে দাঁড়িয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করেন। সমস্বরে বলে ওঠেন, ‘ধন্যবাদ জো’। এ ঘটনায় বাইডেন আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে আবেগে কেঁদে ফেলেন তিনি। পরে নিজেকে সামলে নিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কঠিন সময় শেষ হয়েছে, এখন ভালো সময়। আমেরিকা, আমি আমার সর্বোচ্চটা তোমাকে দিয়েছি।’ গণতান্ত্রিক ধারা বজায় রাখতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে বিজয়ী করার আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, ‘গণতন্ত্রকে অবশ্যই রক্ষা করতে হবে। আমরা আমেরিকার আত্মরক্ষার জন্য লড়ছি।’