ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার আহ্বান চীনের

যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার আহ্বান চীনের

নিজ দেশের নাগরিকদের যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে চীন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার চীনা দূতাবাসের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। সাম্প্রতিক সময়ে লেবানন এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সে কারণেই লেবাননে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে বেইজিং। লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি লেবানন-ইসরায়েলি সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। লেবাননের নিরাপত্তা পরিস্থিতিও গুরুতর এবং জটিল হয়ে উঠেছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের দক্ষিণ এবং নাবাতিয়েহ প্রদেশে লাল সতর্কতা (সর্বোচ্চ ঝুঁকি) এবং অন্যান্য এলাকায় কমলা সতর্কতা (উচ্চ ঝুঁকি) জারি করা হয়েছে। ওই বিবৃতিতে বাণিজ্যিক ফ্লাইটে করে চীনে ফেরার সুযোগ থাকলে তা গ্রহণ করতে অথবা যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে একই ধরনের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সুইডেন, স্লোভেনিয়াসহ বিভিন্ন দেশ।

এদিকে এক রাতেই লেবাননের ১০টির বেশি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের ফাইটার জেট লেবাননের দক্ষিণাঞ্চলে ১০টির বেশি এলাকায় হিজবুল্লাহর টার্গেটে হামলা চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর বেশ কিছু গুদাম, রকেট লঞ্চার এবং অন্যান্য অবকাঠামো রয়েছে এমন স্থানে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত