মমতা-হিমন্তের উত্তপ্ত বাক্য বিনিময়

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্নিঝরা একটি মন্তব্যকে ঘিরে উত্তেজনা শুরু হয়েছে কলকাতা এবং আসামের রাজনীতিতে। সম্প্রতি মমতা তার এক বক্তব্যে বলেছেন, যদি পশ্চিমবঙ্গ জ্বলে তাহলে আসাম এবং দিল্লিও জ্বলবে। মূলত মমতার এই উত্তপ্ত বক্তব্যকে কেন্দ্র করেই আসামের রাজনীতি গরম হয়ে উঠেছে। রাজ্যটির বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গত বুধবার বলেছেন, তৃণমূল নেতা তার রাজনৈতিক ব্যর্থতা দিয়ে গোটা ভারতকে অস্থিতিশীল করতে চাইছে। গত ৯ আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পুরো পশ্চিমবঙ্গ যখন বিক্ষোভের দাবানলে জ্বলছে তখনই আসাম ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের মধ্যে এমন জ্বলন্ত বাক্য বিনিময় হল। এ খবর দিয়েছে আউটলুক ইন্ডিয়া। এতে বলা হয়, মমতার কথার পাল্টা জবাব দিতে গিয়ে হিমন্ত তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘দিদি আপনার সাহস কত আপনি আসামকে হুমকি দিচ্ছেন? আমাদেরকে আপনার রক্তচক্ষু দেখাবেন না। আপনার রাজনৈতিক ব্যর্থতার দায় চাপিয়ে গোটা ভারতকে উত্তপ্ত করবেন না।

আপনার মুখে এসব ভাষা মানায় না।’ হিমন্তশর্মার পাশাপাশি আসামের বিজেপি নেতা পীযুষ হাজারিকাও মমতার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘সে (মমতা) আমাদের ধমক দিতে পারে না, হুমকি দিতে পারে না। আমি এর তীব্র নিন্দা জানাই। সে তার রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পেরে আমাদের হুমকি দিচ্ছেন। আসামে এটা ঘটবে না, আমি আপনাকে আশ্বস্ত করছি।’ গত মঙ্গলবার নবান্ন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ উত্তপ্ত হয়ে ওঠে। মমতা অভিযোগ করেছিলেন যে, নারী চিকিৎসক ধর্ষণ ও খুনের সুযোগ নিয়ে অস্থিতিশীলতা তৈরি করছে বিজেপি। এ ছাড়া গত বুধবার তৃণমূল ছাত্র শাখার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন মমতা। সেখানেও তিনি বিজেপি-কে উদ্দেশ্য করে বক্তৃতা দিয়েছেন। তিনি বলেন, ‘কিছু মানুষ পশ্চিমবঙ্গের আন্দোলনকে বাংলাদেশের আন্দোলন মনে করছে। আমি বাংলাদেশকে ভালোবাসি, কেন না তারাও আমাদের মতো বাংলায় কথা বলে। আমাদের সংস্কৃতি প্রায় একই। কিন্তু বাংলাদেশ ভিন্ন আরেকটি দেশ।’