ইরান সরকারের প্রথম নারী মুখপাত্র

কে এই ফাতেমেহ মোহাজেরানি?

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ইতিহাসে প্রথমবারের মতো সরকারের মুখপাত্র হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছেন। তিনি হলেন ফাতেমেহ মোহাজেরানি। গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে নিয়োগ দিয়েছেন। ইরানের সংবাদমাধ্যমের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। ইরানের মতো কট্টরপন্থি একটি দেশে নারী মুখপাত্রের নিয়োগ বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। সবার মনে একই প্রশ্ন কে এই ফাতেমেহ? তেহরান টাইমসের তথ্যমতে, ১৯৭০ সালে আরাকে জন্মগ্রহণ করেন ফাতেমেহ মোহাজেরানি। তিনি হেরিওট-ওয়াট ইউনিভার্সিটি এডিনবার্গ ক্যাম্পাস থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এর আগে, ১১তম সরকারে শরীয়তি (নারীদের জন্য) কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৭ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী সাইয়্যেদ মোহাম্মদ বাতহাই মোহাজেরানিকে সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্ট এর প্রধান হিসেবে মনোনীত করেছিলেন। এ ছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ে অন্যান্য পদেও অধিষ্ঠিত ছিলেন ফাতেমেহ। ফাতেমেহ মোহাজেরানিকে সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত করার মাধ্যমে প্রথমবারের মতো কোনো নারীকে এই পদে দায়িত্ব দিলো ইরান। আর এ কারণেই মোহাজেরানির নিয়োগটি ঐতিহাসিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।