ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মস্কোর তেল শোধনাগারের আগুন নিয়ন্ত্রণে

মস্কোর তেল শোধনাগারের আগুন নিয়ন্ত্রণে

রাশিয়ার মস্কোতে তেল শোধনাগারে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই অগ্নিনির্বাপক কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। গতকাল জরুরি পরিষেবার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এই খবর জানিয়েছে। একটি সূত্র তাসকে বলেছে, ‘কাপোতনিয়ায় তেল শোধনাগারে আগুনের খবর পাওয়া মাত্রই দমকলকর্মীরা সেখানে যান। এর আগে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন মস্কোর দিকে যাওয়ার পথে নয়টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেন থেকে উৎক্ষেপণ করা বেশ কয়েকটি ড্রোনের ধ্বংসাবশেষ মস্কোর শোধনাগারে প্ল্যান্টের একটি ‘পৃথক প্রযুক্তিগত কক্ষে’ আগুন ছড়িয়ে দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত