ভারতে সেপ্টেম্বরেও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ভারতে সেপ্টেম্বর মাসেও স্বাভাবিকের চেয়ে অধিক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত শনিবার এই কথা বলেছে দেশটির আবহাওয়া বিভাগ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ভারত আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, সেপ্টেম্বরে বিগত ৫০ বছরের গড়ের তুলনায় ১০৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হলে চাল, তুলা, সয়াবিন, ভুট্টা ও ডালের মতো গ্রীষ্মকালীন শস্যের ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এসব ফসল উত্তোলনের সময় শুরু হয়। ফসলের ক্ষতি হলে খাদ্য মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দিতে পারে। তবে ভারি বৃষ্টির কারণে মাটির আর্দ্রতা বাড়তে পারে, যা আবার গম, সরিষা, ছোলার মতো শীতকালীন শস্যের জন্য সুবিধাজনক। চাল, গম ও চিনির দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী হচ্ছে ভারত। এসব কৃষিপণ্যের রপ্তানির ওপর নানারকম বিধিনিষেধ জারি করেছে দেশটি। অতিবৃষ্টিতে ক্ষয়ক্ষতি বেশি হলে এই নিষেধাজ্ঞার পরিসর আরো বৃদ্ধি পেতে পারে। স্বাভাবিকের তুলনায় জুলাই মাসে ৯ শতাংশ ও আগস্ট মাসে ১৫ দশমিক ৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু রাজ্যে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। ১ জুন শুরু হওয়া এবারের বর্ষা মৌসুমে স্বাভাবিকের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। ভারতের অর্থনীতির আকার প্রায় ৩ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার।