নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলজুড়ে বিক্ষোভ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে দেশটি জুড়ে ব্যাপক বিক্ষোভণ্ডসমাবেশ ও ধর্মঘট শুরু হয়েছে। দেশটির রাজধানী তেলআবিব ও জেরুজালেমে হাজার হাজার বিক্ষোভকারী গত রোববার থেকে রাজপথে জড়ো হয়ে জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে। গত গাজার একটি সুড়ঙ্গ থেকে ৬ জিম্মির লাশ উদ্ধারের পর এই বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন গতকাল সোমবার সারাদেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। গাজায় জিম্মি হওয়া ইসরায়েলিদের পরিবারের সদস্যরা সরকারের কাছে তাদের মুক্তির জন্য হামাসের সঙ্গে একটি চুক্তি করার দাবি জানিয়ে রোববার রাত থেকে বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভের মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর গাজায় হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে।