ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করলো যুক্তরাজ্য

ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করলো যুক্তরাজ্য

টানা প্রায় ১১ মাস ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। চলমান এই সংঘাতে অনেকটা সরাসরি ইসরায়েলের পক্ষেই অবস্থান নিয়েছে যুক্তরাজ্য। দেশটি ইসরায়েলে অস্ত্র রপ্তানি করছে এবং এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছে তারা।

এমন অবস্থায় ইসরায়েলে কিছু অস্ত্রের রপ্তানি স্থগিত করেছে যুক্তরাজ্য। তাদের এসব অস্ত্র-সরঞ্জাম আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহৃত হতে পারে, এমন ঝুঁকি থাকায় এই পদক্ষেপ নিয়েছে দেশটি। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য ইসরায়েলের কাছে কিছু অস্ত্র বিক্রি স্থগিত করেছে। দেশটি বলেছে, এই সরঞ্জামগুলো আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের জন্য ব্যবহার করা যেতে পারে বলে ‘স্পষ্ট ঝুঁকি’ রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ইসরায়েলে ৩৫০ ধরনের অস্ত্র রপ্তানির লাইসেন্সের মধ্যে ৩০টির লাইসেন্স স্থগিত করবে যুক্তরাজ্য। এতে যেসব যন্ত্রপাতির ওপর প্রভাব পড়তে পারে তার মধ্যে ফাইটার জেট, হেলিকপ্টার এবং ড্রোনের যন্ত্রাংশও রয়েছে। ল্যামি বলেন, যুক্তরাজ্য ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে চলেছে এবং তাদের এই সিদ্ধান্ত অস্ত্র নিষেধাজ্ঞার সমান কিছু নয়। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, তিনি যুক্তরাজ্যের এই পদক্ষেপে ‘গভীরভাবে হতাশ’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত