ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘শরতের মধ্যেই ইউক্রেন যুদ্ধ শেষ করতে হবে’

‘শরতের মধ্যেই ইউক্রেন যুদ্ধ শেষ করতে হবে’

আসন্ন শরৎ মৌসুমের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর এই লক্ষ্য তিনি রাশিয়াকে রাজি করাতে ন্যাটো দেশগুলোকে চাপ দেয়ার আহ্বান জানিয়েছেন। জার্মানিতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি রামস্টেইনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে এই বক্তব্য বিবৃতি আকারে প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতির বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। বিবৃতিতে বলা হয়েছে, জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের মাটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য সমরাস্ত্র উৎপাদন বাড়াতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি বলেছেন, ‘এটি অর্জন করতে হলে আমাদের তহবিল দরকার। আমরা দ্রুত সবকিছু তৈরি করতে প্রস্তুত, যা আমাদের এই যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করবে সত্যিকারের শান্তির জন্য রাশিয়ার ওপর সিদ্ধান্তমূলক চাপ প্রয়োগের মাধ্যমে। আসুন আমরা এই শরৎকে রুশ আগ্রাসনের পতনের সময় করে তুলি এমনভাবে, যা যুদ্ধের অবসান ঘটাবে এবং একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক নিরাপত্তাব্যবস্থা পুনরুদ্ধার করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত