ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

লেবানন ও ইসরায়েলের যুদ্ধের পরিণতি ভয়াবহ হতে পারে

মার্কিন কর্মকর্তা
লেবানন ও ইসরায়েলের যুদ্ধের পরিণতি ভয়াবহ হতে পারে

লেবাননের ইরানপন্থি হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ হলে ‘অপ্রত্যাশিত ও ভয়াবহ পরিণতি’ ঘটতে পারে বলে সতর্ক করেছেন এক শীর্ষ মার্কিন কর্মকর্তা। গত সোমবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য-আমেরিকা সংলাপ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। তবে প্রতিবেদনে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সাংবাদিক বারাক রাভিদ জানান, ওই কর্মকর্তা বলেছেন, ‘যুদ্ধের মাধ্যমে হিজবুল্লাহর সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলা হবে ও সবকিছু ঠিক হয়ে যাবে এমন ভাবনা সঠিক নয়।

শেষে ইসরায়েলকে হয়তো বড় ধরনের মূল্য দিতে হতে পারে এবং তাদের লক্ষ্য পূরণ নাও হতে পারে।’ কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে ওই কর্মকর্তা বলেছেন, সীমান্ত উত্তেজনা কমানোর ক্ষেত্রে সামরিক সমাধানের চেয়ে কূটনৈতিক পন্থা বেশি কার্যকর হতে পারে। তিনি আরো বলেন, ‘যুদ্ধ কোনো পরীক্ষাগারের মতো নয়; এটা কোনো খেলা নয়। ইসরায়েলের সামরিক শক্তি নিয়ে আমার কোনো সন্দেহ নেই, তবে উভয় পক্ষের জন্যই গুরুতর পরিণতি আসতে পারে।’ এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন অক্টোবরের শুরু থেকে প্রতিদিন হিজবুল্লাহ বাহিনী ইসরায়েলি সীমান্তে হামলা চালিয়ে আসছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত