প্রথম বিদেশ সফরে ইরাক গেলেন ইরানের প্রেসিডেন্ট
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে ইরাক গেলেন মাসুদ পেজেশকিয়ান। গতকাল বুধবার বাগদাদ পৌঁছেছেন তিনি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মুহূর্তে এই সফরের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের কৌশলগত মিত্র ইরাকের সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দেন পেজেশকিয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জুলাই মাসে নির্বাচিত হওয়ার পর, প্রথম সফরে পেজেশকিয়ানকে বাগদাদ বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। পরে এই দুই নেতা বৈঠক করবেন। এক বিবৃতিতে ইরাকি প্রধানমন্ত্রীর মিডিয়া অফিস জানিয়েছে, এই সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং গাজা যুদ্ধ ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। তেল উৎপাদক দেশগুলোর মধ্যে অন্যতম ইরাকে ইরান-সমর্থিত দল ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব রয়েছে। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মাধ্যমে সাদ্দাম হোসেনকে উৎখাত করার পর থেকে দেশটিতে প্রভাব ক্রমশ বাড়িয়েছে ইরান।