ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেষ হলো কমলা-ট্রাম্পের সরাসরি বিতর্ক

শেষ হলো কমলা-ট্রাম্পের সরাসরি বিতর্ক

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিতর্ক শেষ হয়েছে। দেশটির স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে বলেছেন, পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) একজন স্বৈরশাসক, যিনি আপনাকে খেয়ে ফেলবেন। অন্যদিকে ট্রাম্প তাকে ইতিহাসের সবচেয়ে মন্দ ভাইস প্রেসিডেন্ট আখ্যা দেন। নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়টি তাদের বিতর্কে উঠে আসে।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের দাঙ্গা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প অনুশোচনা প্রকাশে অস্বীকৃতি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত