ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইসরায়েল-হামাস সংঘাত

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ

গাজায় ইসরায়েলি আগ্রাসন অবসানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আলজাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘এই যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে চাপ দেয়া। যুদ্ধ থামানোর ক্ষমতা আমার নেই। আমরা আওয়াজ তুলতে পারি এবং সেই আওয়াজ তোলার অংশ হিসেবে শুরু থেকেই আমরা উচ্চৈঃস্বরে এবং স্পষ্ট বলে আসছি যে এই যুদ্ধ বন্ধ করতে হবে। ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনি জনগণের অধিকারকে স্বীকৃতি দিতে হবে। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তিনি বলেন, তারা একমাত্র পরাশক্তি, যাদের মাধ্যমে অস্ত্র ও কূটনৈতিক সুরক্ষা পেয়ে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘আমাদের অবশ্যই পশ্চিম তীরের যেকোনো সম্ভাব্য সংযুক্তি, জমি দখল বা অবৈধ বসতিগুলোকে রুখে দিতে হবে। গাজা ও পূর্ব জেরুজালেমের সঙ্গে পশ্চিম তীর নিয়েই ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল বৃহস্পতিবার বলেছে, অন্তত সাড়ে ২২ হাজার আহত ফিলিস্তিনির আঘাত এমন যে তারা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। অনেকের হাত-পা কেটে ফেলতে হবে এবং অনেকের বিশালমাত্রায় পুনর্বাসনের প্রয়োজন হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গাজায় এ পর্যন্ত ৪১ হাজার ১১৮ জন নিহত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত