ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লেবাননে পেজার বিস্ফোরণের বিষয়ে যা বলছে যুক্তরাষ্ট

লেবাননে পেজার বিস্ফোরণের বিষয়ে যা বলছে যুক্তরাষ্ট

লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত শত শত পেজার বিস্ফোরণের ঘটনা নিয়ে মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, লেবাননে পেজার বিস্ফোরণের ব্যাপারে তারা আগে থেকে অবগত ছিল না এবং এ বিস্ফোরণে তাদের কোনো হাত নেই। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পেজার বিস্ফোরণ নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমি আপনাকে বলতে পারি যে যুক্তরাষ্ট্র এতে জড়িত নয়। যুক্তরাষ্ট্র এই ঘটনা আগে থেকে অবগত ছিল না এবং এই মুহূর্তে আমরা এ ব্যাপারে তথ্য সংগ্রহ করছি। মিলার আরো বলেন, বেসামরিক ব্যক্তিদের আক্রমণের লক্ষ্যবস্তু করা উচিত নয়। তবে সন্ত্রাসী সংগঠনের সদস্যরা হামলার ‘বৈধ লক্ষ্যবস্তু’। তার দেশ যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে দেখে। ইরানকে নিয়েও কথা বলেছেন মিলার। তিনি বলেন, এই বিস্ফোরণের পর উত্তেজনা বাড়ায় ইরানকে অবশ্যই এমন পদক্ষেপ এড়িয়ে চলতে হবে।

তিনি আরো বলেন, আমরা ইরানকে অনুরোধ করব যেন কোনো ঘটনার সুযোগ নিয়ে এই অঞ্চলে আরো অস্থিতিশীলতা বাড়ানোর চেষ্টা করা না হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত