ইসরায়েলকে কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানের

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার হোসেইন সালামি হিজবুল্লাহ নেতা হাসান নাসারাল্লাহকে বলেছেন, প্রতিরোধ অক্ষ থেকে থেকে ইসরায়েল কঠোর জবাব পাবে। হিজবুল্লাহর ওপর আগের দুদিন ধরে চালান নজিরবিহীন পেজার ও ওয়াকি-টকি হামলার পর গত বৃহস্পতিবার সালামি এমনটি বলেন। হামলায় ৩৭ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন দুই হাজার ৯০০ এরও বেশি মানুষ। একসঙ্গে অনেক ডিভাইসে বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। প্রতিরোধ অক্ষে রয়েছে, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এদের সবাই ইরান সমর্থিত। গত মঙ্গলবার ও বুধবারের হামলায় লেবানন ও হিজবুল্লাহ ইসরায়েলকে দোষারোপ করছে। ইসরায়েল এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে নিরাপত্তা সূত্রগুলো বলছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সম্ভবত এসব হামলা চালিয়ে থাকতে পারে। সালামি তার বার্তায় নাসরাল্লাহকে বলেন, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিঃসন্দেহে ইহুদিবাদী শাসনের (ইসরায়েল) হতাশা এবং ধারাবাহিক ব্যর্থতার ফল।