ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জার্মানির ঘোষণায় ঘামছে নেতানিয়াহুর

জার্মানির ঘোষণায় ঘামছে নেতানিয়াহুর

বরাবরই ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র। তেলআবিবের পান থেকে চুন খসলেই ঝাঁপিয়ে পড়ে ওয়াশিংটন। তবে গাজা যুদ্ধকে ঘিরে কিছুটা ভাটা পড়েছে সে সম্পর্কে। যার প্রভাব পড়েছে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ জার্মানির সঙ্গে সম্পর্কে। ইসরায়েলকে আর নতুন করে কোনো অস্ত্র দিচ্ছে না জার্মানি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জার্মান কর্মকর্তা বলেছেন, তারা ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স অনুমোদন করা বন্ধ করেছে, কারণ, এক্ষেত্রে আইনি ও রাজনৈতিক চাপ রয়েছে। এমন রপ্তানির মাধ্যমে জার্মানি মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। ফলে ধারণা করা হচ্ছে জার্মানিকে এই চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর তারা জানায়, ইসরায়েলে অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। কিছুটা কমিয়ে দেয়া হয়েছে লাইসেন্স দেয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত