হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর অভিযান শিগগিরই
ইসরায়েল
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন করেছেন, লেবাননভিত্তিক শিয়া সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আরো কঠোর সামরিক অভিযান শুরু হবে শিগগিরই। গ্যালান্টের মতে, এই ধাপটি ইসরায়েলের উত্তরের সীমান্ত এলাকার পালিয়ে যাওয়া বাসিন্দাদের ঘরে ফেরানোর পরিস্থিতি তৈরি করতে সহায়তা করবে। এর আগে হিজবুল্লাহর অবিরত গোলাবর্ষণের কারণে ওই এলাকার অনেক অধিবাসী পালাতে বাধ্য হয়েছিলেন। খবর তাসের। ইসরায়েলের উত্তর সীমান্তের বিভিন্ন এলাকার মেয়রদের সঙ্গে গত সোমবার এক বৈঠকে গ্যালান্ট বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে পরবর্তী ধাপ শিগগিরই শুরু হবে। এটি নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পদক্ষেপের মাধ্যমে আমরা আমাদের মিশন সম্পন্ন করবো এবং বাসিন্দাদের তাদের ঘরে ফিরিয়ে আনবো। এর আগে, তিনি লেবানন সীমান্তে মোতায়েন করা ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদেরকে আশ্বস্ত করেন। এ সময় তিনি বলেন, আমরা নিজেদের সব সামর্থ্য ব্যবহার করবো। তোমরা এই প্রচেষ্টার অংশ এবং আমরা বিশ্বাস করি তোমরা যেকোনো পরিস্থিতি সামলাতে সক্ষম। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ইসরায়েল ‘নর্দার্ন অ্যারো’ নামের একটি সামরিক অভিযান শুরু করে, যার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক অবকাঠামো দুর্বল করা।