ভারতে ৩১ মাওবাদীকে হত্যা
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
গোয়েন্দা সূত্রে কমপক্ষে ৫০ মাওবাদীর উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালিয়েছে ভারত। এতে কমপক্ষে ৩১ মাওবাদীকে হত্যা করা হয়েছে। বাস্তার এলাকায় আবুজমাদের ঘন জঙ্গল, যাকে ‘অজ্ঞাতদের পাহাড়’ হিসেবে অভিহিত করা হয়, সেটা দীর্ঘদিন ধরে মাওবাদীদের শক্তঘাঁটি। রহস্যময় ওই জঙ্গলে নিরাপত্তা রক্ষাকারীদের অভিযান চালানো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। গত শুক্রবার ছত্তিশগড়ের এই প্রত্যন্ত অঞ্চল পরিণত হয় সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এক এনকাউন্টারে। ওই অঞ্চলে বামধারার এই চরমপন্থিদের জন্য এটা ছিল একটি বিরাট আঘাত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। মাওবাদীদের এক মুখপাত্র বলেছেন, বড় এই অভিযানে নিরাপত্তা রক্ষাকারীরা কমপক্ষে ৩১ মাওবাদীকে হত্যা করেছে। এর মধ্যে আছেন কমলেশ ওরফে আরকে। মাওবাদী মোস্টওয়ান্টেড আসামির মধ্যে তিনি অন্যতম। এ ছাড়া নিহত হয়েছেন নীতি ওরফে ঊর্মিলা। দান্দাকারণ্য স্পেশাল জোনাল কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এ দু’জনই। এর মধ্যে ৫টি রাজ্যে ওয়ান্টেড ছিলেন কমলেশ। মাওবাদী প্রপাগান্ডা মেশিন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন ঊর্মিলা। কমলেশের মূল বাড়ি অন্ধপ্রদেশের বিজয়াওয়াদায়। তিনি সিভিল ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনিং ইনস্টিটিউটের একজন ছাত্র ছিলেন। প্রাথমিকভাবে তিনি সক্রিয় ছিলেন নর্থ বাস্তার, তেলাঙ্গানার নালগোন্ডা, বিহারের মণিপুর এবং ওড়িশার সীমান্ত অঞ্চলে। তার প্রভাব ছড়িয়ে পড়ে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা এবং মহারাষ্ট্রে। অন্যদিকে স্পেশাল জোনাল কমিটির সদস্য ছিলেন ঊর্মিলা।