ঢাকা ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

টোকিওতে বিশ্ব শিশু দিবস উদযাপন

টোকিওতে বিশ্ব শিশু দিবস উদযাপন

টোকিওর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গতকাল সোমবার দূতাবাসের মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশুর অধিকার সপ্তাহ ২০২৪ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’। আলোচনায় স্বাগত বক্তব্যে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স শাহ আসিফ রহমান শিশুদের সুষ্ঠ ও পরিপূর্ণ বিকাশে তাদের অধিকার রক্ষায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিশুদের আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিবার থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষকসহ সমাজের প্রত্যেকের। ফিলিস্তিন, লেবাননসহ বিশ্বের বিভিন্ন স্থানে শিশুরা যুদ্ধের নির্মমতা ও নৃশংসতার শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদেরকে অবশ্যই জাতিসংঘ শিশু অধিকার সনদের অধীনে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকল্পে ও তাদের অধিকার রক্ষায় নিঃশর্তভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত