ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২০২৮ সালের মধ্যে উচ্চ আয়ের দেশ হতে পারে মালয়েশিয়া

২০২৮ সালের মধ্যে উচ্চ আয়ের দেশ হতে পারে মালয়েশিয়া

মালয়েশিয়া ২০২৮ সালের মধ্যে উচ্চ আয়ের দেশ হতে পারে। এর অন্যতম কারণ হলো প্রত্যাশার চেয়ে ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রার মানে উন্নতি। বিশ্ব ব্যাংকের এক শীর্ষ অর্থনীতিবিদ এ তথ্য জানিয়েছেন। বিশ্বব্যাংকের পূর্বাভাসে ২০২৪ সালের জন্য দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪ দশমিক ৯ শতাংশ করা হয়েছে। অপূর্ব সংঘী নামের এই অর্থনীতিবিদ বলেন, উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি মানেই হলো ভালো জীবনযাত্রা। মুদ্রার মানও শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশ্ব ব্যাংকের এই অর্থনীতিবিদ বলেন, করোনা মহামারির আগের তুলনায় মালয়েশিয়ার অর্থনীতি ১২ শতাংশ বড় হয়েছে। এতে সিঙ্গাপুর ছাড়া দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর চেয়ে এগিয়ে রয়েছে দেশটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত