অন্যবারের তুলনায় অনেক দেরিতে, অক্টোবরের মাঝামাঝিতে প্রবল শীত নামছে যুক্তরাজ্যে। আবহাওয়া অফিসের মতে, আর্কটিক থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে একটি শীতল সপ্তাহান্তের অপেক্ষায় রয়েছে যুক্তরাজ্যবাসী। আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়ার কারণে আরো বেশি শীতের মুখে পড়বে বলেও সতর্কতা জারি করা হয়েছে। গত শনিবার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে, বিশেষ করে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের অঞ্চলে। গতকাল শনিবার স্কটল্যান্ডের কিছু অংশে তাপমাত্রা প্রায় ৭ থেকে ৮ ডিগ্রি, উত্তর ইংল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে ১২ এবং দক্ষিণ ইংল্যান্ডে ও ১৬ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেয়া হয়েছে। তবে আজ রোববার সকালে স্কটল্যান্ডের কিছু অংশে তাপমাত্রা মাইনাস ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।