ঢাকা ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিহারে দুর্গাপূজার প্যান্ডেলে দুষ্কৃতিদের গুলি

বিহারে দুর্গাপূজার প্যান্ডেলে দুষ্কৃতিদের গুলি

দুর্গাপূজার প্যান্ডেলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা। ভারতের বিহার রাজ্যের আরা জেলায় স্থানীয় সময় গতকাল রোববার সকালে এই ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন চার দর্শনার্থী। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া প্যান্ডেল থেকে দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দেয়া তথ্য অনুসারে, এ ঘটনায় আহতরা হলেন আরমান আনসারি, সুনীল কুমার যাদব, রোশন কুমার ও সিপাহী কুমার। আরমানের পিঠে, সুনীলের বাঁ হাতে, রোশনের ডান হাঁটুতে এবং সিপাহীর কোমরে গুলি লেগেছে। এ ছাড়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকালে পূজার প্যান্ডেলে স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীরাও আসছিল। আচমকাই কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি দুটি মোটরসাইকেলে করে এসে প্যান্ডেলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় প্যান্ডেলের ভেতরে। দুষ্কৃতিদের ছোড়া গুলি লাগে চার দর্শনার্থীর গায়ে। রক্তাক্ত অবস্থায় প্যান্ডেলের ভেতরে লুটিয়ে পড়েন ওই চারজন। দুষ্কৃতিরা গুলি চালিয়ে আবার বাইক নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত