তুরস্কের নির্বাসিত ধর্মগুরু ফেতুল্লাহ গুলেন মারা গেছেন
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রভিত্তিক তুর্কি ধর্মগুরু ফেতুল্লাহ গুলেন ৮৩ বছর বয়সে মারা গেছেন। গুলেন ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করছিলেন।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাবেক মিত্র গুলেনের বিরুদ্ধে ২০১৬ সালে একটি ব্যর্থ সেনা অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করেছিলেন। তুর্কি মুসলিম ধর্মগুরু ফেতুল্লাহ গুলেন যুক্তরাষ্ট্রে মারা গেছেন বলে বলে সোমবার তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং গুলেনপন্থিদের একটি ওয়েবসাইট জানিয়েছে।
গুলেনের মৃত্যু সংবাদ প্রকাশ করে ওয়েবসাইট হারকুল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, গুলেন গত রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।