ঢাকা ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেনের সিনিয়র উপদেষ্টা

ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেনের সিনিয়র উপদেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিনিয়র উপদেষ্টা অ্যামোস হোচস্টেইন ও ব্রেট ম্যাকগার্ক গতকাল বৃহস্পতিবার ইসরায়েল যাচ্ছেন। গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক তিন সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বলেছে, লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টায় এই সফরের আয়োজন করা হয়।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিওস দাবি করেছে, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের অবসান ঘটানোর মতো একটি চুক্তি কয়েক সপ্তাহের মধ্যেই নিশ্চিত হতে পারে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও কৌশলগত-বিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে বৈঠক করবেন হোচস্টেইন ও ম্যাকগার্ক।

অ্যাক্সিওস বলেছে, হাসান নাসরাল্লাহসহ শীর্ষস্থানীয় একাধিক নেতা নিহত হওয়ায় বেকায়দায় পড়ে গেছে হিজবুল্লাহ। গত দুমাসে লেবাননে ইসরায়েলি হামলায় ছন্নছাড়া অবস্থায় থাকা লেবানিজ গোষ্ঠী কিছুটা নমনীয় হয়েছে বলে ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন।

ফলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ জানিয়েছিলেন, লেবাননে কুটনৈতিক সমাধান অর্জনে সামরিক ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং মন্ত্রীদের সঙ্গে গত মঙ্গলবার এক বৈঠকে বসার কথা ছিল নেতানিয়াহুর। সফরের বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত