ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের এক সিনিয়র কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইয আল-দিন কাসাব নামের ওই ব্যক্তির মৃত্যুর কথা গত শুক্রবার জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, খান ইউনিসে এক বিমান হামলায় কাসাব মারা গেছেন। তাদের দাবি অনুযায়ী, গাজায় অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ বজায় রাখা হামাসের শেষ শীর্ষ কর্মকর্তাদের একজন তিনি। এদিকে কাসাবের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীটি। তারা বলেছে, কাসাবের গাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় তার সঙ্গে আরেক হামাস কর্মকর্তা আয়মান আয়েশও নিহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস সদস্য রয়টার্সকে জানিয়েছেন, গাজার স্থানীয় এক কর্মকর্তা ছিলেন কাসাব। তবে তিনি হামাসের সিদ্ধান্ত গ্রহণকারী রাজনৈতিক শাখার সদস্য ছিলেন না। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন সশস্ত্র যোদ্ধাদের হামলার পর গাজা যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের সংখ্যা অনুসারে, এ হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এসময় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা। এরপর থেকে হামাস গোষ্ঠী নির্মূল করতে ফিলিস্তিনে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত এক বছরে ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।