রাশিয়ার পাশে থাকবে উত্তর কোরিয়া
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে বিজয়ী না হওয়া পর্যন্ত রাশিয়াকে সহায়তা দিয়ে যাবে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী চয়ে সন হুই গতকাল শুক্রবার মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের সময় এ ঘোষণা দেন। তার এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন ইউক্রেনসহ পশ্চিমা বিশ্ব অভিযোগ করছে, ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকার প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী চয়ে সন হুই লাভরভকে বলেন, ‘আমাদের ঐতিহ্যগত, ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যা ইতিহাসের পরীক্ষিত পথে চলেছে, তা আজ অপ্রতিরোধ্য সামরিক সহযোগিতার নতুন স্তরে উঠেছে।’ চয়ে সন হুই বলেন, ‘পিয়ংইয়ং নিশ্চিত যে, পুতিনের প্রাজ্ঞ নেতৃত্বে রাশিয়ার সেনাবাহিনী এবং জনগণ তাদের রাষ্ট্রের সার্বভৌম অধিকার ও নিরাপত্তা স্বার্থ রক্ষার পবিত্র সংগ্রামে একটি মহান বিজয় অর্জন করবে এবং আমরা এটাও নিশ্চিত করছি যে, বিজয়ের দিন পর্যন্ত আমরা আমাদের রুশ সহকর্মীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াব।’
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েছে লাভরভ বলেন, চয়ে সন হুই দুই দেশের সেনাবাহিনীর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে কথা বলেছেন এবং এর মাধ্যমে দুই দেশ একসঙ্গে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংকট সমাধান করতে সক্ষম হয়েছে।