ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জাপানে ১২৬ বছরের রেকর্ড ভাঙলো অক্টোবরের তাপমাত্রা

জাপানে ১২৬ বছরের রেকর্ড ভাঙলো অক্টোবরের তাপমাত্রা

জাপানে ১২৬ বছরের রেকর্ড ভাঙলো অক্টোবর মাসের তাপমাত্রা। জাপান মেটিরিওলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, গত মাসে দেশটির গড় তাপমাত্রা সবচেয়ে উষ্ণ পর্যায়ে পৌঁছায়। ১৮৯৮ সাল থেকে তাপমাত্রা সংক্রান্ত তথ্য সংরক্ষণের ইতিহাসে এই প্রথম এত উষ্ণ অক্টোবর দেখলো জাপান। জেএমএ প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশজুড়ে ১৫টি নির্দিষ্ট স্থানে তাপমাত্রা আগের গড় থেকে ২ দশমিক ২১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এই গড় তুলনামূলকভাবে কম নগরায়ন প্রভাবিত স্থানগুলো থেকে সংগ্রহ করা হয়েছে, যা ১৯৯১ থেকে ২০২০ সালের গড় তাপমাত্রার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা হয়েছে। সংস্থাটি বলেছে, পূর্ব জাপানে শক্তিশালী উচ্চচাপ অঞ্চলসহ বেশ কিছু আবহাওয়াজনিত কারণ এই তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত