আমিরাতের প্রিন্স হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করায় লেবাননের এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তিনি যুক্তরাষ্ট্রেই থাকেন। সেখানে প্রতারণার জন্য নিজেকে আমিরাতের প্রিন্স হিসেবে জাহির করতেন তিনি। অ্যালেক্স তানোস নামের ৩৯ বছর বয়সী এই লেবাননি দাবি করতেন তিনি একজন উচ্চপদস্থ ব্যবসায়ী এবং কূটনীতিক এবং আমিরাতের রাজ পরিবারের সঙ্গে তার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
কিন্তু পরবর্তীতে জানা যায় তিনি হলেন একজন প্রতারক। তিনি বিশ্বব্যাপী প্রতারণা করতেন। তার ভিকটিমদের মিথ্যা কথা বলে অর্থ আদায় করতেন। আদালতের নথি থেকে জানা যায়, অ্যালেক্স তানোস ভিকটিমদের বলতেন তাদের বিশাল অংকের বিনিয়োগ পাইয়ে দেবেন, আমিরাতের বড় প্রজেক্টে কাজের সুযোগ দেবেন। আর এই বিনিয়োগ পেতে হলে প্রাথমিক অবস্থায় অর্থ দিতে হবে। ভিকটিমদের কাছ থেকে এসব বলে অর্থ নিয়ে নিজে এবং পরিবারের সদস্যদের নিয়ে আয়েশি জীবন যাপন করতেন তিনি।