জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অবিলম্বে পুনর্বহালের দাবিতে একটি বিতর্কিত প্রস্তাব নিয়ে রাজ্যের বিধানসভায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (এনসি) দল বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি নতুন রেজ্যুলুশন উত্থাপন করা হচ্ছিলো, তখন এই বিতর্কের শুরু হয়। এ সময় চিৎকার চেচামেচি, হাতাহাতি এবং কয়েকজন সদস্য বাড়ির কুপে ঝাঁপিয়ে পড়েন। পরে বিজেপির সবাই বিধানসভা থেকে বের হয়ে যান। খবর এনডিটিভির ন্যাশনাল কনফারেন্সে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে রেজ্যুলুশন উত্থাপিত হয়।
বিজেপি এটার বিরোধিত করে। রেজ্যুলুশনকে অবৈধ আখ্যা দিয়ে এটা প্রত্যাহারের দাবি জানায় বিজেপি। এ সময় স্পিকার আবদুল রহিম রাথার এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, সংসদ নিজেই স্পিকার নয়, পাস করা কোনো প্রস্তাব ফিরিয়ে দেয়ার ক্ষমতা রাখে সংসদ। এর আগে গত ৮ নভেম্বর বিজেপির বিরোধীদলীয় নেতা সুনীল শর্মার বক্তৃতার সময় আওয়ামী ইত্তেহাদ পার্টির (এআইপি) নেতা শেখ খুরশিদ আর্টিকেল ৩৭০ এবং ৩৫-এর (এ) ধারা পুনরুদ্ধারের দাবিতে একটি ব্যানার ধরে বিধানসভায় প্রবেশ করেন। বিজেপি বিধায়করা তাদেরকে বাধা দেন এবং ব্যানার ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এ সময় সেখানে হাতাহাতি হয়। পিপলস কনফারেন্স বিধায়ক সাজাদ লোন খুরশিদকে সমর্থন করেন। এর পরেই ১৫ মিনিটের জন্য হাউস স্থগিত করা হয়।