ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মোজাম্বিকে নির্বাচন-পরবর্তী চলমান সহিংসতায় ৩০ মৃত্যু

মোজাম্বিকে নির্বাচন-পরবর্তী চলমান সহিংসতায় ৩০ মৃত্যু

আফ্রিকার দেশ মোজাম্বিকে গত অক্টোবর থেকে শুরু হওয়া নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩০ জনের মৃত্যু হয়েছে। নিউইয়র্ক ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনের পর বিক্ষোভের বিরুদ্ধে গত প্রায় তিন সপ্তাহ ধরে চলা দমন-পীড়নে অন্তত ৩০ জন নিহত হয়েছে। তবে সহিংসতায় নিহতের এই সংখ্যায় গত বৃহস্পতিবার পুলিশ ও সেনাবাহিনী মিলে রাজধানী মাপুতোতে হাজার হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করার ঘটনায় হতাহতদের অন্তর্ভুক্ত করা হয়নি। মোজাম্বিকের বৃহত্তম হাসপাতাল গত শুক্রবার জানিয়েছে, ৭ নভেম্বর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত এবং ৬৬ জন আহত হয়েছে। আহত ৬৬ জনের মধ্যে ৫৭ জনই গুলিবিদ্ধ হয়েছেন। মোজাম্বিকের সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস নির্বাচন পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত মোট ৩৪ জনের মৃত্যুর খবর দিয়েছে।

খবর আল জাজিরা গত ২৪ অক্টোবর, ক্ষমতাসীন ফ্রেলিমো দলকে নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের এই ঘোষণার পর সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধীপ্রার্থী, সুশীল সমাজ ও পর্যবেক্ষকরা জানিয়েছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। নির্বাচন কমিশন জালিয়াতির অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। ফলাফল প্রত্যাখ্যান করে শুরু হওয়া বিক্ষোভে পুলিশ টিয়ারশেল ও গুলি ছুড়ে। নির্বাচন পরবর্তী বিক্ষোভে প্রথম সপ্তাহেই বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন নিহত হয়। ক্ষমতাসীন দল ফ্রেলিমো ৪৯ বছর আগে পর্তুগাল থেকে দেশটির স্বাধীনতার পর থেকে ক্ষমতায় আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত