ঢাকা ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ট্রাম্পকে হত্যার মার্কিন অভিযোগ অস্বীকার করলো ইরান

ট্রাম্পকে হত্যার মার্কিন অভিযোগ অস্বীকার করলো ইরান

ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে ইরান। এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার এক বিবৃতি তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগহেই এই তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এই খবর জানিয়েছে। গত শুক্রবার ট্রাম্পকে হত্যায় ইরানি এক ব্যক্তিকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ম্যানহাটনের আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ডের এক কর্মকর্তা সেপ্টেম্বর মাসে শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি এবং তাকে হত্যার পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দেন। তদন্তকারীদের শাকেরি জানান, সেপ্টেম্বরে তাকে সাত দিনের মধ্যে ট্রাম্পকে হত্যার একটি পরিকল্পনা তৈরি করতে বলেন ইরানের আধা সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড কর্পস। তবে তাদের প্রস্তাব মেনে নেননি তিনি। শাকেরি এখন পলাতক।

ধারণা করা হচ্ছে, বর্তমানে ইরানে অবস্থান করছেন তিনি। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, ‘বিচার বিভাগ এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে যাকে একাধিক হত্যার ষড়যন্ত্র পরিচালনার জন্য নির্দেশ দেয়া হয়েছিল, যার মধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ছিলেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত