ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তুরস্কে ৫০ হাজার রুশ সেনাকে ঠেকিয়ে রাখা হয়েছে : জেলেনস্কি

তুরস্কে ৫০ হাজার রুশ সেনাকে ঠেকিয়ে রাখা হয়েছে : জেলেনস্কি

রাশিয়ার তুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনার চলমান অভিযানে প্রায় ৫০ হাজার রুশ সেনাকে সেখানে ঠেকিয়ে রাখা গেছে। দৈনিক ভিডিও বার্তায় এ দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। তিনি বলেছেন, তুরস্ক অভিযানের কারণে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার হামলা চালানোর ক্ষমতা হ্রাস পেয়েছে। দীর্ঘদিন ধরে এই লক্ষ্যেই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। অলাভজনক মার্কিন সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, তুরস্ক অভিযানের শুরুতে সেখানে ১১ হাজার রুশ সেনা অবস্থান করছিল। তবে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার না করেই তুরস্কে সৈন্য সংখ্যা বৃদ্ধি করতে পেরেছে মস্কো। প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর কোরীয় সেনাদেরও তুরস্কে মোতায়েন করা হচ্ছে ও রাশিয়া সেখানে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত