ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আইসিসির বিচারকের বিরুদ্ধে রাশিয়ার গ্রেপ্তারি পরোয়ানা

আইসিসির বিচারকের বিরুদ্ধে রাশিয়ার গ্রেপ্তারি পরোয়ানা

রাশিয়ায় শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে ‘মিথ্যা রায়’ দেয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অন্যতম বিচারক হায়কেল বেন মাহফৌধের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। গত সোমবার মস্কোর একটি আদালত এ পরোয়ানা জারি করেছে। রুশ বার্তাসংস্থা তাস আদালতের এক মুখপাত্রের বরাতে জানায়, ওই বিচারকের নাম এরই মধ্যে রাশিয়ার আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকাতেও নথিভুক্ত করা হয়েছে। এর অর্থ, হায়কেল যদি কখনো রাশিয়া সফরে আসেন, তাহলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হবেন তিনি। এ ছাড়া হায়কেল যদি নেদারল্যান্ড ছেড়ে অন্য কোনো দেশে যান, তাহলেও ঝুঁকি থাকবে। কারণ যে দেশ সফরে তিনি যাবেন, সেই দেশের সরকার তাকে আটক করে রাশিয়ার হাতে সোপর্দ করতে পারে। গত জুন মাসে রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন তিনি।

এই পদক্ষেপ নেয়ার ৫ মাসের মধ্যে তার বিরুদ্ধে একই পাল্টা পদক্ষেপ নিলো মস্কো। এর আগে গত বছর ইউক্রেনীয় শিশুদের পাচারের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ?ভ্লাদিমির পুতিন এবং দেশটির শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লাভোভা বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনায়া জারি করেছিল নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত