ব্রিকসে সহযোগী দেশের মর্যাদা পেলো ইন্দোনেশিয়া
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দর প্যানকিন এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডও এই মর্যাদা পেয়েছে। তবে শেষোক্ত দেশ দুটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের (এপেক) মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ কথা জানান প্যানকিন। তিনি জানান, সম্মেলনে বাণিজ্য, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি, জলবায়ু ও লজিস্টিকস নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। প্যানকিন বলেন, ‘এপেকের সদস্য রাষ্ট্র ইন্দোনেশিয়া ব্রিকসের সহযোগী দেশ হয়েছে।’ রাশিয়ার কাজানে গত মাসে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করে প্যানকিন বলেন, ‘এই সম্মেলন দেখিয়েছে বিশ্ব এখন ন্যায়ভিত্তিক এক নতুন বিশ্বব্যবস্থা গড়ার চেষ্টা করছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংস্কার ও ন্যায়সংগত অর্থনৈতিক সম্পর্ক গড়ার ইচ্ছাও এতে প্রতিফলিত হয়েছে।’ সহযোগী দেশ হিসেবে ব্রিকসে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তি কাজান সম্মেলনে অনুমোদন পায়। এই মর্যাদা সদস্যপদের বিকল্প হিসেবে কাজ করবে। বর্তমানে ৩০ টিরও বেশি দেশ ব্রিকসে যোগ দিতে আবেদন করেছে। এই মর্যাদার আওতায় সহযোগী দেশগুলো ব্রিকসের বিশেষ অধিবেশন, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ও অন্যান্য উচ্চপর্যায়ের আয়োজনে স্থায়ীভাবে অংশ নেয়ার সুযোগ পাবে।