মাদককারবারির জন্য অভিযুক্ত আরো একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিঙ্গাপুর। এ নিয়ে এক সপ্তাহে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকার করলো দেশটি। যদিও জাতিসংঘের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল মৃত্যুদণ্ড কার্যকর না করতে। সিঙ্গাপুরের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি গতকাল শুক্রবার জানিয়েছে, ৫৭ দশমিক ৪৩ গ্রাম হিরোহিন পাচারে অভিযুক্ত হওয়া ৫৫ বছর বয়সী রোসমান আব্দুল্লাহর মৃত্যুদণ্ড কার্যকার করা হয়েছে। সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, রোসমান একজন সিঙ্গাপুরের নাগরিক। সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই তার শাস্তি কার্যকর হয়েছে। সংস্থাটি জানায়, মারাত্মক অপরাধের জন্যই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। বিশেষ করে এত বেশি পরিমাণ মাদক, যা অত্যন্ত ক্ষতিকর। জাতিসংঘের পক্ষ থেকে রোসমানকে ক্ষমা করে দেয়ার অনুরোধ করা হয়েছিল। বলা হয়েছিল মৃত্যুদণ্ডের মাধ্যমে এ ধরনের অপরাধ প্রবণতা বন্ধ করা যায় না। তা ছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রোসমানের মৃত্যুদণ্ড কার্যকরকে অত্যন্ত ভয়াবহ ও উদ্বেগজনক উল্লেখ করে নিন্দা জানিয়েছে।