মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের ধাক্কা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের ধাক্কা লেগে দুই জেলে নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় জেলেদের নৌকাটিতে ১৩ জন জেলে ছিলেন। তাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো দুইজন নিখোঁজ।

ভারতীয় নৌবাহিনী তাদের খোঁজে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। এই অভিযানে ছয়টি জাহাজ এবং বিমান মোতায়েন করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গোয়া উপকূল থেকে ৭০ নটিক্যার মাইল দূরে মাছ ধরা নৌকা মারথমার সঙ্গে সাবমেরিনের সংঘর্ষের ঘটনা ঘটে। কীভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তার কারণ উদঘাটনে তদন্ত করা হবে বলে জানিয়েছে দেশটি।