ওয়াশিংটনের বিধিনিষেধের প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম রপ্তানি প্রায় বন্ধ করে দিয়েছে রাশিয়া। ফলে চলতি বছর রাশিয়ার পারমাণবিক জ্বালানির বৃহত্তম আমদানিকারক দেশ হতে যাচ্ছে চীন। সম্প্রতি মস্কো থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামের আমদানি তিনগুণেরও বেশি বাড়িয়েছে দেশটি। গতকাল শনিবার এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে এই খবর জানিয়েছে। আরআইএ নভোস্টির বিশ্লেষণ করা শুল্ক ডেটা অনুসারে, দশ মাসে রাশিয়া থেকে ৮৪ কোটি ৯০ লাখ ডলারের সমৃদ্ধ ইউরেনিয়াম কিনেছে চীন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২ গুণ বেশি। শুধু অক্টোবরেই দেশটির আমদানি সেপ্টেম্বর থেকে দ্বিগুণ হয়ে ২১ কোটি ৬০ লাখ ডলারে পৌঁছেছে। একই সময়ে দক্ষিণ কোরিয়া রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক জ্বালানি আমদানিকারক হয়ে উঠেছে।
দেশটি সমৃদ্ধ ইউরেনিয়ামের ক্রয় বাড়িয়ে ৬৫ কোটি ডলারে উন্নীত করেছে। গত বছর রাশিয়ার পারমাণবিক জ্বালানির প্রধান আমদানিকারক দেশ ছিল যুক্তরাষ্ট্র।