ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভারতের মণিপুরে কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ভারতের মণিপুরে কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সাম্প্রদায়িক সহিংসতার জেরে ফের উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। এই রাজ্যের বেশ কয়েকটি শহরে এখনো জারি রয়েছে কারফিউ। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সময়সীমা আজ মঙ্গলবার পর্যন্ত বাড়িয়েছে রাজ্য সরকার। এদিকে জিরিবামে নিহত মেইতেই পরিবারের ছয়জনের ময়নাতদন্ত প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরেরর শিশুর মাথায় গুলির আঘাত রয়েছে এবং একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। এ ছাড়া শিশুটির মা ও দাদির শরীরে একাধিক গুলি ও নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।

এদিকে গতকাল সোমবার থেকে পূর্ব ইম্ফাল, পশ্চিম ইম্ফাল, জিরিবাম, থৌবাল, কাকচিং ও বিষ্ণুপুরে ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এদিকে, ইম্ফালে সংসদ সদস্যদের বাড়িতে হামলার জড়িত থাকার অভিযোগে আরো সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত