ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

থাইল্যান্ডে গোলাগুলি, নিহত তিন

থাইল্যান্ডে গোলাগুলি, নিহত তিন

থাইল্যান্ডে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত একটি এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সন্দেহভাজন ব্যক্তি হামলার পর পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপির। স্থানীয় পুলিশ প্রধান সুমিতর নানসাথিত বলেন, নং বুয়া লুম্ফা প্রদেশে ওই হামলা ঘটনা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব থেকে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। সেই বুন রুয়েয়াং জেলা উথাই সাওয়ান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। দুই বছর আগে উথাই সাওয়ান এলাকায় এক ব্যক্তি গুলি চালিয়ে ৩৬ জনকে হত্যা করেছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত