ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করবে হিজবুল্লাহ

যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করবে হিজবুল্লাহ

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নে হিজবুল্লাহ লেবানন সেনাবাহিনীর সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন সশস্ত্র বাহিনীটির প্রধান নাঈম কাসেম। গত শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তিন দিন আগে বুধবার ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তির শর্তানুযায়ী হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবাননে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত শুক্রবার টেলিভিশনে দেয়া প্রথম ভাষণে হিজবুল্লাহর মহাসচিব নাঈম কসেম এ প্রসঙ্গে জানিয়েছেন, সেনাবাহিনীর সঙ্গে ‘সমস্যা বা মতবিরোধের’ কথা কল্পনা করেন না তিনি। কাসেম বলেছেন, ‘চুক্তির অঙ্গীকার বাস্তবায়নে হিজবুল্লাহ ও লেবানন সেনাবাহিনীর মধ্যে সমন্বয় উচ্চ পর্যায়ে থাকবে। লেবাননের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে আমরা কাজ করব।’ লেবানন সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেছেন, ‘শত্রুদের লেবাননের দুর্বলতার সুযোগ নেয়া থেকে ঠেকাতে আমাদের অংশীদারদের; প্রথম ও সর্বাগ্রে সেনাবাহিনীকে (লেবাননের) সঙ্গে নিয়ে আমাদের প্রতিরোধব্যবস্থা প্রস্তুত থাকবে।’ নিরাপত্তাসূত্র ও কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবানন সেনাবহিনী দেশটির দক্ষিণাঞ্চলে কিছু সেনা পাঠিয়েছে। তা ছাড়া তারা সেনাবহিনী মোতায়েনের একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করছে; যা লেবানন মন্ত্রিসভার কাছে পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত