পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো বহু মানুষ। গত শুক্রবার ২ শতাধিক যাত্রী নিয়ে দেশটির নাইজার নদীতে একটি নৌকা ডুবে যাওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। গত রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০ জনেরও বেশি যাত্রী নিয়ে গত শুক্রবার ভোররাতে একটি নৌকা ডুবে যাওয়ার পর নাইজেরিয়ার নাইজার নদী থেকে অন্তত ৫৪টি লাশ উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ছাড়া ডুবে যাওয়া নৌকাটির আরোহী চব্বিশ জনকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে কেউ কেউ এখনো হাসপাতালে রয়েছেন। এ ছাড়া আরো কয়েক ডজন মানুষ নিখোঁজ হতে পারেন বলে মনে করা হচ্ছে। নিখোঁজদের খোঁজে ডুবুরিরা এখনো নদীতে অনুসন্ধান চালাচ্ছেন তবে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে তাদের বেঁচে থাকার আশা ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে। যাত্রীদের মধ্যে বাজারের ব্যবসায়ী ও ক্ষেতমজুর রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি তবে অনেক যাত্রীই প্রয়োজন অনুসারে লাইফ জ্যাকেট পরে ছিলেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। দায়িত্বে থাকা স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, নৌকায় ঠিক কারা উঠেছিলেন সে সম্পর্কে সঠিক বিবরণ পাওয়া কঠিন কারণ সেখানে কোনো রেকর্ড রাখা ছিল না। নৌকাডুবে বহু মানুষের মৃত্যু অবশ্য নাইজেরিয়ায় বিরল কোনো ঘটনা নয়। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার নাইজার প্রদেশে নৌকাডুবে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।