পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২৮
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২২ জন খারিজি সম্প্রদায়ের লোক নিহত হয়েছেন। এ সময় নিরাপত্তা বাহিনীর ৬ জন সদস্যও নিহত হয়েছেন। দেশটির সামরিক গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
আইএসপিআর জানিয়েছে, ৬ ও ৭ ডিসেম্বর কেপি প্রদেশের বিভিন্ন জেলায় পরিচালিত পৃথক তিনটি অভিযানে ৬ জন সেনা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। এর মধ্যে প্রথম অভিযানটি ট্যাংক জেলার গুল ইমাম এলাকায় পরিচালিত হয়। গোয়েন্দা রিপোর্টে সেখানে খারিজিদের উপস্থিতির খবর পাওয়া গিয়েছিল। এই অভিযানে ৯ জন খারিজি সদস্য নিহত এবং ৬ জন আহত হয়। আহতদের পরবর্তীতে আটক করা হয়। দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় উত্তর ওয়াজিরিস্তানে। সেখানে ১০ জন খারিজি সদস্য নিহত হয়। এছাড়া তৃতীয় সংঘর্ষটি ঘটে থাল জেলায়। খারিজি সদস্যরা তখন একটি নিরাপত্তা চৌকিতে আক্রমণের চেষ্টা করে। এই সংঘর্ষে ৩ জন খারিজি সদস্য নিহত হয়। বিপরীতে ৬ জন সেনা সদস্য প্রাণ হারান। পাকিস্তান আইএসপিআর আরও জানিয়েছে, কেপি এলাকায় খারিজি সদস্যদের নির্মূল করতে ক্লিয়ারেন্স অপারেশন চলছে। সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করেছে। এই অভিযানের লক্ষ্য অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। সাম্প্রতিক মাসগুলোতে খারিজি সদস্যদের বিরুদ্ধে সামরিক কার্যক্রম আরও বাড়ানো হয়েছে বলেও জানায় আইএসপিআর।