ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ইউক্রেন যুদ্ধে রাশিয়া সাড়ে ৭ লাখ সেনা হারিয়েছে

ইউক্রেন যুদ্ধে রাশিয়া সাড়ে ৭ লাখ সেনা হারিয়েছে

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়া তাদের ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ জন সেনা হারিয়েছে বলে ইউক্রেন দাবি করেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ৯ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানান। এদের মধ্যে গত কয়েকদিনেই প্রাণ হারিয়েছে ১ হাজার ২২০ জন রুশ সেনা। খবর দ্যা কিয়েভ ইন্ডিপেনডেন্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ৯ হাজার ৫১৯টি ট্যাঙ্ক, ১৯ হাজার ৫৮৯টি সাঁজোয়া যুদ্ধ যান, ৩০ হাজার ৯৮৯টি যানবাহন এবং জ্বালানি ট্যাঙ্ক, ২১ হাজার ৬১টি আর্টিলারি সিস্টেম, ১ হাজার ২৫৩টি রকেট লঞ্চ সিস্টেম, ১ হাজার ২৩টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ৩৬৯টি বিমান হারিয়েছে। এ ছাড়াও ইউক্রেন যুদ্ধে ২৮টি যুদ্ধজাহাজ এবং একটি সাবমেরিন হারিয়েছে রাশিয়া।

অন্যদিকে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রায় অভিযান শুরু হওয়ার পর থেকে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ৪৩ হাজার সেনা হারিয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন।

তিনি এক্স-এ পোস্ট করা এক বিরল বিবৃতিতে ইউক্রেনের ক্ষতির বিষয়ে এই তথ্য দেন। এদিকে, ইউক্রেন মার্কিন নির্মিত এফ-১৬ জঙ্গিবিমানের আরো একটি চালান হাতে পেয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ন্যাটো সদস্য ডেনমার্ক যুদ্ধবিমানের এই চালান পাঠিয়েছে বলে জানান তিনি। জেলেনস্কি বলেন, ডেনমার্ক থেকে পাঠানো এসব এফ-১৬ জঙ্গিবিমান ইউক্রেনকে রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা করতে সাহায্য করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত