ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরিয়ায় ১৮ মাসের অন্তর্বর্তী শাসনব্যবস্থার আহ্বান বিরোধী নেতার

সিরিয়ায় ১৮ মাসের অন্তর্বর্তী শাসনব্যবস্থার আহ্বান বিরোধী নেতার

সিরিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপদ, নিরপেক্ষ ও শান্ত পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। আর এজন্য নির্বাচনের আগে ১৮ মাস পর্যন্ত অন্তর্বর্তী শাসন ব্যবস্থার কথা বললেন সিরিয়ার প্রধানবিরোধী গোষ্ঠীর বিদেশ শাখার নেতা হাদি আল-বাহরা। গত রোববার দোহা ফোরামের সাইডলাইনে রয়টার্সকে এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মধ্যপ্রাচ্যের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্তে, গত রবিবার দামেস্কের নিয়ন্ত্রণ নেয় সিরিয়ার বিদ্রোহীরা। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার। এর ফলে দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ায় আসাদ পরিবারের দীর্ঘ শাসনের ইতি ঘটে। বিদ্রোহীদের এই দ্রুতগতির অভিযান আরব দেশগুলোর রাজধানীতে উদ্বেগ সৃষ্টি করেছে। নতুন করে আঞ্চলিক অস্থিরতার আশঙ্কাও বাড়িয়েছে। বিদ্রোহীরা সুশৃঙ্খলভাবে ক্ষমতার পালাবদল করতে পারবে কিনা, সে বিষয়েও প্রশ্ন উঠেছে। সিরিয়ার জাতীয় জোটের প্রেসিডেন্ট আল-বাহরা বলেন, সিরিয়ায় ছয় মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করতে হবে, যার ভিত্তিতে প্রথম নির্বাচনটি হবে গণভোট। আল-বাহরা বলেন, ‘সংবিধানে লেখা থাকবে, আমরা একটি সংসদীয় ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, নাকি মিশ্র ব্যবস্থা চাই? এর উপর ভিত্তি করে আমরা নির্বাচন করব এবং জনগণ তাদের নেতা নির্বাচন করবে।’ তিনি আরো জানান, বিরোধী পক্ষ রাষ্ট্রীয় কর্মচারীদের কাজে যাওয়ার আহ্বান জানিয়েছে। তাদের আশ্বস্ত করেছে যে অন্তর্বর্তীকালীন তাদের কোনো ক্ষতি করা হবে না। আসাদের দ্রুত পতনের পেছনে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে পরিবর্তন ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর অনেক নেতা, যারা আসাদের যুদ্ধক্ষেত্রের মূল শক্তি ছিল, গত দুই মাসে ইসরায়েলের হাতে নিহত হয়েছে। আসাদের আরেক প্রধান মিত্র রাশিয়া এখন ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত