শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার দ. কোরীয় প্রেসিডেন্টের
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। তার দলের নেতার মন্তব্যের জবাবে গতকাল বৃহস্পতিবার এই কথা বলেন তিনি। টেলিভিশনে সম্প্রচারিত একটি দীর্ঘ ভাষণ শেষে তিনি বলেন, ‘আমি শেষ পর্যন্ত লড়াই করব।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইউনের নিজের দলের নেতা বলেছিলেন, প্রেসিডেন্ট পদত্যাগের কোনো লক্ষণ দেখাননি এবং তাকে অবশ্যই অভিশংসন করতে হবে। টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ইউন তার রাজনৈতিক বিরোধীদেরকে ‘রাষ্ট্রবিরোধী শক্তি’ হিসেবে কটাক্ষ করে বলেন, উত্তর কোরিয়া দেশের নির্বাচন হ্যাক করেছে। এ সময় তিনি সামরিক আিইন জারি নিয়ে আবারো বলেন, গণতন্ত্র রক্ষার আইনি পদক্ষেপ হিসেবে স্বল্পকালীন সামরিক আইনের আদেশ দিয়েছিলেন তিনি। আগামীকাল শনিবার পার্লামেন্টে দ্বিতীয় অভিশংসন ভোটের মুখোমুখি হবেন প্রেসিডেন্ট ইউন। প্রথমটি অভিশংসন ভোটে তিনি জিতে যাওয়ার এক সপ্তাহ পর দ্বিতীয়বারের মতো অভিশংসন ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। কেননা, প্রথম ভোটে ক্ষমতাসীন দলের অধিকাংশই ভোট বয়কট করেছিল। ৩ ডিসেম্বরের সামরিক আইন ঘোষণা করেন ইউন যা কয়েক দশকের মধ্যে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে।