ইসরায়েলে ভয়াবহ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। গতকাল বুধবার ভোররাতে এই ক্ষেপণাস্ত্র হামলার সময় ঘুম ছেড়ে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে গিয়ে অবস্থান নিতে হয়েছে। আশ্রয়কেন্দ্রে পালানোর সময় ৯ ইসরায়েলি আহত হয়েছে বলে ইহুদিবাদী দেশটির গণমাধ্যম কানটিভি জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানিয়েছে, বুধবার ভোরে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর আশ্রয়ের জন্য দৌড়ানোর সময় ওই নয়জন ইসরায়েলি আহত হয়েছে। ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার আগে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে বাধা দেয়। ওই হামলার কারণে তেলআবিবের মেট্রোপলিটন এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং আশ্রয়ের জন্য দৌড়ানোর সময় ওই নয়জন আহত হয়।
অন্যদিকে, হুথিরা দাবি করছে- তারা ইসরায়েলের জাফাতে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চলবে। এর আগে সোমবারও হুথিরা ইসরায়েলের জাফা এবং আশকেলনে সামরিক লক্ষ্যবতে ড্রোন হামলা চালায়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছেন। গাজাবাসীর ওপর গণহত্যার চালানোর প্রতিবাদে ইসরায়েলি পণ্যবাহী জাহাজ বা লোহিত সাগরে তেলআবিবের সঙ্গে সংশ্লিষ্টদের জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা।