বড়দিনে ইউক্রেইনজুড়ে জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেন, এ হামলা ‘অমানবিক’। রাশিয়া জেনেবুঝে বড়দিনকে হামলার জন্য বেছে নিয়েছে বলে অভিযোগ করে জেলেনস্কি বলেছেন, ‘প্রতিটি বড় ধরনের হামলার প্রস্তুতির জন্য রাশিয়া সময় নেয়। এ হামলা কখনওই তাদের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নয়। রাশিয়া জেনেবুঝে কেবল লক্ষ্যবস্তুই নয়, সময় ও তারিখও বেছে নিয়েছে।’ তিনি বলেন, ‘আজ, পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে। তাদের লক্ষ্য আমাদের জ্বালানি খাত। তারা ইউক্রেইনের গুরুতর ক্ষতি করার জন্য যুদ্ধ করছে।’ জেলেনস্কি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউক্রেইনের সেনারা ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।